Site icon Jamuna Television

আজকের দিনেই দুর্ঘটনায় প্রাণ হারান ‘প্রিন্সেস ডায়ানা’

‘প্রিন্সেস অব ওয়েলস’ ছিলেন ডায়ানা। তবে প্রিন্সেস ডায়ানার আরেকটি উপাধি ছিলো ‘দ্য পিপল’স প্রিন্সেস’। যার মানে ‘সাধারণ মানুষের হৃদয়ের রাজকুমারী’ হিসেবেও পরিচিতি পান।

তার জন্ম হয়েছিলো যুক্তরাজ্যের ব্রিটিশ রয়াল ফ্যামিলি’তে। সময়টা ছিলো জুলাই ১, ১৯৬১। সারা পৃথিবীতে তিনি ছিলেন তুমুল জনপ্রিয় একজন প্রিন্সেস।

তবে, ১৯৯৭ সালের আজকের দিনেই, ফ্রান্সের রাজধানী প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় সবাই-কে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।  যে গাড়িটিতে ডায়ানা ও দোদি ফায়েদ যাচ্ছিলেন সেটির চালক হেনরি পল। মৃত্যুর সময় প্রিন্সেস ডায়ানার বয়স ছিল ৩৬ বছর। 

সেদিন, ফ্রান্সে ছুটি কাটাচ্ছিলেন ডায়না ও দোদি। মধ্যরাতে রিতজ প্যারিস হোটেল ছাড়েন তারা। গন্তব্য ছিল রু আর্সেন উসেতে দোদি ফায়েদের অ্যাপার্টমেন্ট।

তাদের লিমোজিন গাড়িটি হোটেল থেকে বেরোনোর পর থেকেই মোটরসাইকেলে চেপে পাপারাজ্জিদের একটি দল বেপরোয়াভাবে পিছু নেয়। তিন মিনিট পর চালক নিয়ন্ত্রণ হারান। পুন্ত দে লা’লমা সেতুর প্রবেশমুখে একটা পিলারে গিয়ে বিধ্বস্ত হয় গাড়িটি। 

/এআই

Exit mobile version