Site icon Jamuna Television

দ্বিতীয় সেশনে স্বাগতিকদের টপ অর্ডার ভেঙে দিলো টাইগার বোলাররা

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনটা অনেকটা নিজেদেরই করে নিলো বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং লাইনআপের টপ অর্ডারকে বিদায় করে দিয়েছে সাকিব-মিরাজ-তাসকিনরা। লাঞ্চের আগে ৯৯ রানে ১ উইকেট হারানো পাকিস্তান চা-বিরতির আগে দলীয় স্কোরে যোগ করতে পেরেছে ৮৪ রান, হারিয়েছে ৪ উইকেট।

সেশনে পাক ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরানোর শুরুটা করেন মেহেদী মিরাজ। দুই অর্ধশতক তুলে নেয়া ব্যাটারদের বিদায় করেন তিনি। লেগ বিফোরের ফাঁদে ফেলে ১০৭ রানের জুটি ভেঙে শান মাসুদকে সাজঘরে ফেরান এ স্পিনার। আউট হবার আগে পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৭ রান। কিছুক্ষণ পর স্বাগতিক শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মিরাজ। এবার শিকার সাইম আয়ুব। মিরাজের বলে লিটনের স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। খেলেন এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস।

এরপর ২৯ রানের জুটি ভাঙেন তাসকিন। সাউদকে বোল্ড করে সাজঘরে ফেরান এ পেসার। বিরতির আগে আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় পাকিস্তান। সাকিবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম।

চা-বিরতির আগে ক্রিজে আছেন রিজওয়ান-সালমান।

/এমএইচআর

Exit mobile version