Site icon Jamuna Television

‘ক্ষতির পরিমাণ দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে’

এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি।

একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে। বন্যার জন্য প্রস্তুত ছিলাম না। ক্ষতির পরিমাণ দেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুরে বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বন্যায় যে ক্ষতি হয়েছে তা রাতারাতি পূরণ করা সম্ভব হবে না। পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। আরও পুনর্বাসন কার্যক্রম চালু করা হবে। এবার রাজনৈতিক আবহ না থাকায় ক্ষতিগ্রস্তরা তাদের প্রাপ্য পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ায়। গ্রাম পর্যায়ে এই রোগগুলোর জন্য প্রয়োজনীয় ওষুধ অনেকসময় পাওয়া যায় না। এই পরিস্থিতে বন্যা কবলিত এলাকাগুলোতে ওষুধ প্রয়োজন।

/আরএইচ

Exit mobile version