Site icon Jamuna Television

কদমতলীতে শ্রমিককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর কদমতলী থানার মিনারবাগ ১ নম্বর গলি এলাকায় মাহবুব (২৫) নামে এক শ্রমিককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ আগষ্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, মাহবুবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জালাকান্দি গ্রামে। সে ওই এলাকার হাসান আলীর ছেলে ছিল।বর্তমানে সে শনিআখরা এলাকায় থাকতো।

এ বিষয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার হোসেন জানান, দুপুর সাড়ে বারোটার দিকে খবর পেয়ে কদমতলী থানার মিনারবাগ এলাকার এক নম্বর গলির রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় মাহবুব নামে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার গায়ে অনেক ধারালো আঘাতের চিহ্ন ছিলো। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, সে পেশায় একজন দিনমজুর ছিল। কে বা কারা ওই যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় যারা জড়িত আশেপাশের সিসিটিভি ফুটজ সংগ্রহ করে তাদেরকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version