Site icon Jamuna Television

দুই জাহাজে সংঘর্ষের দায় একে অপরকে দিল চীন ও ফিলিপাইন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় কোস্টগার্ডের জাহাজ সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে চীন ও ফিলিপাইন। ফিলিপাইনের দাবি, চীনের কোস্টগার্ডের একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে সরাসরি এসে তাদের কোস্টগার্ডের একটি জাহাজকে ধাক্কা দেয়। অপরদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি সচেতনভাবে ধাক্কা দিয়েছে চীনা জাহাজটিকে। খবর, বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩১ আগস্ট) দক্ষিণ চীন সাগরের মগ্ন দ্বীপ সাবিনার কাছে দু’দেশের কোস্টগার্ডের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

দুই জাহাজের সংঘর্ষ হলেও কেউ জখম হয়নি। ফিলিপাইনের কোস্টগার্ডের কমোডোর জেই তেরিলা জানিয়েছেন, চীনা জাহাজটির বেশ কয়েকবারে ধাক্কায় তাদের ৯৭ মিটার দৈর্ঘ্যের জাহাজ তেরেসা মাগবানুয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে একই অভিযোগ পাওয়া গেছে চীনা কর্তৃপক্ষের কাছেও।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলের অনেকগুলো দ্বীপ ও এলাকা নিয়ে এই দুই দেশের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। তারই জের ধরে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।

/এমএইচআর

Exit mobile version