Site icon Jamuna Television

লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতির

আবারও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি গ্রোটোন’ লক্ষ্য করে দু’টি মিসাইল ছোড়া হয়। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভয়েস অব আমেরিকা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার, এক ভিডিওবার্তায় এ হামলার দাবি করেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। নির্ভুলভাবে জাহাজটিতে হামলার দাবি তার।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, এ হামলায় দুটি ক্ষেপণাস্ত্র জাহাজের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়েছে। এডেনের প্রায় ২৪০ কিলোমিটার পূর্বে এই ঘটনা ঘটে।

ইউকেএমটিও বলেছে, জাহাজটির সমস্ত ক্রু নিরাপদে রয়েছে এবং পরবর্তী পোর্টে যাওয়ার খবর ইতোমধ্যে দেয়া হয়েছে। এছাড়াও চলছে তদন্ত।

এর আগেও, লাইবেরিয়ার পতাকাবাহী ঐ জাহাজটিতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই লোহিত সাগরে চলাচল করা বিভিন্ন জাহাজে হামলা চালায়, হুতি বিদ্রোহীরা।

/এআই

Exit mobile version