Site icon Jamuna Television

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। রোববার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-খুলনা সহাসড়কের উপজেলার মাঝিগাটি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সকালে, ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় হয় এই দুর্ঘটনা। ভাঙ্গা হাইওয়ে থানার এস আই আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই নিহত হয় বাসের ৫ যাত্রী। তারা হলেন-খুলনার সামাদ, তানি আফরোজ, সাবিকুর ও গোপালগঞ্জ সদরের রইল শেখ। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে, আহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক বন্ধ ছিলো যান চলাচল।

/এআই

Exit mobile version