Site icon Jamuna Television

৯ ব্যাংকের সাথে লেনদেনে নিষেধাজ্ঞা দিলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ফাইল ছবি।

বেসরকারি ৯টি ব্যাংকের পে-অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি সেবা বন্ধের নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শাকুর সব বিভাগীয় প্রধানদের চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেন।

ব্যাংকগুলো হলো, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।

প্রসঙ্গত, এই ব্যাংকগুলোর চলতি হিসাবে বড় ধরনের ঘাটতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলোর চেকের লেনদেন নিষ্পত্তি হচ্ছে না। এজন্য সতর্কতা হিসেবে এসব ব্যাংকের চেক না নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/আরএইচ

Exit mobile version