Site icon Jamuna Television

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ময়মনসিংহে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি সে চিহ্নিত মাদককারবারি।

পুলিশ জানায়, মাদকের হাত বদল হচ্ছে এমন সংবাদে রাতে সদর উপজেলার শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের সাথে দুর্বৃত্তদের গোলাগুলি হয়। এক পর্যায়ে সুমন নামে এক মাদককারবারি গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে চার কেজি গাজা। নিহত সুমনের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ অন্তত ১০টির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version