Site icon Jamuna Television

গাজায় শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পোলিও টিকা কার্যক্রম

বহু নাটকীয়তা আর আলোচনার পর অবশেষে পোলিও টিকা পাচ্ছে গাজার শিশুরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় আজ থেকে শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পোলিও টিকা কার্যক্রম। এ উপলক্ষে, আজ থেকে কার্যকর হলো ৩ দিনের অস্ত্রবিরতি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট এলাকায়, প্রতিদিন ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে আগ্রাসন। বৃহৎ পরিসরের এই টিকা কার্যক্রমে, গাজার কমপক্ষে ৬ লাখ ৪০ হাজার শিশুকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার পরিকল্পনা দাতব্য সংস্থা ডব্লিউএইচও’র।

এরইমধ্যে, মজুদ করা হয়েছে সাড়ে ১২ লাখেরও বেশি পোলিও টিকা। কাজ করছেন ২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। উপত্যকার, ৩৯২টি নির্ধারিত স্থান ছাড়াও ভ্রাম্যমাণ দলের কাছে মিলবে এ সেবা। প্রত্যাশা, গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের ৯০ শতাংশকেই আনা যাবে টিকার আওতায়। দীর্ঘ ২৫ বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত হয় অবরুদ্ধ উপত্যকায়।

/এআই

Exit mobile version