Site icon Jamuna Television

‘বন্যার পূর্বাভাসের জন্য উজানের দেশগুলোকে চিঠি দেয়া হয়েছে’

বন্যার আগাম পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত। আকস্মিক বা বড় ধরনের বন্যায় পূর্বাভাস দেয়ার জন্য চীন, ভারত, নেপাল ও ভুটানসহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) এক পর্যালোচনা সভা শেষে এ কথা জানান পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, ৫৩ বছরেও বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য আদান-প্রদানের সমঝোতায় যেতে পারেনি। এটি মানবিক তথ্য। আন্তরিকতা না উদ্যোগের ঘাটতির কারণে এটি হয়নি তা যাচাই করা দরকার। এ সময় বন্যা নিয়ে ফেনী ও কুমিল্লাতে গণশুনানি করার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবেশকে সাইডে রেখে সরকার কোনো উন্নয়ন কাজ করবে না। নিকলি হাওড়ের ‘অল-ওয়েদার’ রোডটি পরিবেশের ক্ষতি নিরূপণের মাপকাঠি হবে। হাওড় অঞ্চলের বাঁধ ও অবকাঠামো নির্মাণে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

আদালত প্রাঙ্গণে আসামিদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এটিকে সমর্থন করে না। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার। এই সরকার নিয়ন্ত্রণমূলক নয়। তবে হয়রানিমূলক মামলা যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হবে। এ সময় ঢালাও মামলার ক্ষেত্রে স্বরাষ্ট্র দফতরে আবেদন করে রাখার পরামর্শও দেন তিনি।

/আরএইচ

Exit mobile version