Site icon Jamuna Television

কনসার্ট চলাকালে মারা গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ

কনসার্ট চলাকালে মঞ্চেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এমন পরিণতির শিকার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৫৩ বছর বয়স হয়েছিল তার। ফ্যাটম্যানের পরিবার ও ম্যানেজার জানিয়েছেন, কানেকটিকাটে শুক্রবার স্থানীয় সময় রাতে চলছিল তার কনসার্ট।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অজ্ঞান হয়ে যান মঞ্চেই। কিছুক্ষণের মধ্যেই হয় মৃত্যু। অ্যাম্বুলেন্সে দ্রুত নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফ্যাটম্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে যুক্তরাষ্ট্রের হিপহপ ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছে পরিবার, বন্ধু ও ভক্তরা। বিশ্বজুড়ে তার লাখ লাখ ভক্ত রয়েছে ফ্যাটম্যানের। ৯০’-এর দশক থেকে হিপহপ জগতে প্রভাবশালী নাম ফ্যাটম্যান স্কুপ। তার প্রকৃত নাম আইজ্যাক ফ্রিম্যান।

/এআই

Exit mobile version