Site icon Jamuna Television

অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান

অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথ অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসারের সাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই দেশে তৈরি হয় অরাজক পরিস্থিতি। বিভিন্ন থানা লুটের ঘটনা ঘটে। নিয়ে যাওয়া হয় আগ্নেয়াস্ত্র। এরমাঝে কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। তবে, এখনও অনেক আগ্নেয়াস্ত্র রয়ে গেছে বাইরে। যা যে কোনো সময় আইন-শৃঙ্খলা অবনতির কারণ হতে পারে।

বিভিন্ন সূত্রেরর খবর, যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া অস্ত্র যেমন উদ্ধারে গুরুত্ব দেয়া হবে, তেমনি ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত অবৈধ অস্ত্রেরও সন্ধান করা হবে। কারা এসব অস্ত্রের যোগানদাতা, খোঁজা হবে তাদেরও।

/এমএমএইচ

Exit mobile version