Site icon Jamuna Television

পররাষ্ট্র স‌চি‌ব মাসুদ বিন মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

মাসুদ বিন মোমেনকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হতে পারে চীনে নিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিনকে।

রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর মাসুদ বিন মোমেন দেশের ২৬তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। ২০২২ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তৎকালীন সরকার তাকে আরও দুই বছরের জন্য জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

/এনকে

Exit mobile version