Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারত, দুই রাজ্যে নিহত ২৭

টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা রাজ্য। বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। খবর, এনডিটিভি’র।

দুই রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে যথাক্রমে ১৫ ও ১২ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (৩১ আগস্ট) থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্য দু’টিতে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়াসহ ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থাও।

এ পরিস্থিতিতে শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করেছে রেল প্রশাসন। তেলেঙ্গানা রাজ্যের আবিলাবাদ, নিজামাবাদ’সহ বিভিন্ন স্থানে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হায়দ্রাবাদে সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান

দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিয়েছেন জরুরি সহায়তার আশ্বাস।

উল্লেখ্য, চলতি মাসে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। ধারণা করা হচ্ছে, এই বৃষ্টি গত ৫০ বছরের গড়ের চেয়ে ১০৯ শতাংশ বা দ্বিগুণেরও বেশি হতে পারে।

/এমএইচআর

Exit mobile version