Site icon Jamuna Television

নাচ দেখিয়ে মঞ্চ কাঁপালেন ডোনাল্ড ট্রাম্প!

দাতব্য সংস্থা ‘মমস ফর লিবার্টি’র বার্ষিক অনুষ্ঠানে ডান্স মুভ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এমএসএন।

মঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি নাচ দেখিয়ে দর্শক মাতিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩০ আগস্ট) একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৮ বছর বয়সী এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট নাচ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এক প্রতিবেদনে এমএসএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসিতে দাতব্য সংস্থা ‘মমস ফর লিবার্টি’র বার্ষিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা টিফানি জাস্টিসের সঙ্গে নাচেন প্রবীণ এ নেতা।

তবে এই বয়সে এমন নাচানাচি করায় সাবেক প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘পরিবারের ভয়ংকর ভারসাম্যহীন চাচার সবচেয়ে খারাপ সংস্করণ হলেন ট্রাম্প।

উল্লেখ্য, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

/এআই

Exit mobile version