Site icon Jamuna Television

৬ ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ভুয়া’

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ৬ বাংলাদেশি ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে এই সংবাদকে ভুয়া বলে আখ্যা দিয়েছে ভারতের সরকারি সূত্র।

রোববার (১ সেপ্টেম্বর) ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে দ্য প্রিন্ট জানায়, এ ধরনের সংবাদের কোনো ভিত্তি দেই। এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এরআগে, শনিবার বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যমে ৬ ছাত্র নেতার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত এবং তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে সংবাদ প্রচারিত হয়। ৬ জনের নাম উল্লেখ করে বলা হয়, ভারত বিরোধী বক্তব্য এবং দেশটির প্রতি বিদ্বেষী মনোভাব ছড়ানোর অভিযোগেই এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে নির্দেশনা পাঠানো হয়েছে।

সেই ছাত্রনেতারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, প্রধান উপদেষ্টার নবনিযুক্ত বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

প্রসঙ্গত, গেল জুলাই মাসজুড়ে চলা আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন উল্লিখিত এই নেতারা। গণমাধ্যমে দুই দেশের সম্পর্ক নিয়ে বেশ কিছু মন্তব্য করতে দেখা যায় তাদের।

/এটিএম

Exit mobile version