Site icon Jamuna Television

পুরান ঝড়ে ভাঙলো গেইলের ছক্কার বিশ্ব রেকর্ড

এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন ছিল ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইলের। এবার সেই রেকর্ড নিজের করে নিলো আরেক ক্যারিবিয়ান নিকোলাস পুরান। ভেঙে গেলো নয় বছর ধরে টিকে থাকা এক বর্ষে সর্বোচ্চ ছয়ের সংখ্যাও।

২০১৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৩৫টি ছক্কা মেরেছিলেন গেইল। চলতি বছরের চার মাস বাকি থাকতেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে নেমে সেই মাইলফলককে অতিক্রম করেন পুরান। তার ছয়ের সংখ্যা এখন ১৩৯টি।

ক্রিস গেইল তার পুরো ক্যারিয়ারে ১ বছরে ১০০ ছক্কা হাঁকিয়েছিলেন মোট ৬ বার। এই কীর্তি আর আছে কেবল আন্দ্রে রাসেলের এবং নিকোলাস পুরানের। গেইলকে ১৩৫ ছক্কার জন্য ৩৬ ইনিংস খেলতে হলেও তাকে ছাড়িয়ে যেতে পুরানকে খেলতে হয়েছে ৫৭টি ইনিংস।

উল্লেখ্য, চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ছাড়াও মোট ৭টি দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন নিকোলাস পুরান।

/এমএইচআর

Exit mobile version