Site icon Jamuna Television

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। সে আসন থেকে ছয় বার (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) এমপি নির্বাচিত হন তিনি।

তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন বরেণ্য সাংবাদিক। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-৭৫ পর্যন্ত ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

/আরআইএম

Exit mobile version