Site icon Jamuna Television

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এদিকে, বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা।

জামায়াতের আমীর বলেন– দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। কীভাবে বাংলাদেশ ও চীন আরও কাছাকাছি এসে একসঙ্গে কাজ করতে পারি, শিক্ষা সংস্কৃতিসহ উন্নয়নে সব ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, সে ব্যাপারে আলাপ হয়েছে। এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন শফিকুর রহমান।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করে কোনো মন্তব্য করতে চায়নি চীনা রাষ্ট্রদূত।

/এএম

Exit mobile version