Site icon Jamuna Television

মুশফিকের রেকর্ড নিজের করে নিলেন লিটন

ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা লিটন কুমার দাস কিপিংয়েও গড়লেন নতুন রেকর্ড। দুই ম্যাচে ৬টি করে সিরিজে তার ডিসমিসাল মোট ১২টি। বাংলাদেশের হয়ে এক সিরিজে এটিই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। লিটনের আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিলো মুশফিকুর রহিমের। তার ডিসমিসালের সংখ্যা ছিলো ১১টি। সেটাও ছিল ৩ ম্যাচের সিরিজ।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ৬ পাকিস্তানি ব্যাটারকে আউট করতে সরাসরি অবদান রাখেন লিটন। পাকিস্তানের প্রথম ইনিংসে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে শান মাসুদ ও বাবর আজমের ক্যাচ ধরেন লিটন। এবং মিরাজের বলে সৌদ শাকিলকে করেন স্ট্যাম্পিং।

দ্বিতীয় ইনিংসে শরিফুলের বলে উইকেটের পেছনে সাইম আইয়ুবের ক্যাচ ধরেন। হাসান মাহমুদের বলে ক্যাচ ধরে আউট করেন শান মাসুদকে। সাকিব আল হাসানের বলে আবারো স্ট্যাম্পিং করেন সৌদ শাকিলকে।

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও উইকেটের পেছনে থাকা লিটন দাসের ডিসমিসাল ৬টি। পেসারদের বলে ৮ ক্যাচের সঙ্গে স্পিনারদের বলে ৪ স্টাম্পিং। পাকিস্তানের প্রথম ইনিংসে স্ট্যাম্পিং করেন সাইম আইয়ুব এবং আবরার আহমেদকে। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ ধরেন আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের।

দুই ম্যাচের সিরিজে ডিসমিসালের বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেকটা পিছিয়ে লিটন। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১৫টি ক্যাচের সঙ্গে ১টি স্টাম্পিং করেছিলেন পাকিস্তানের কামরান আকমল।

/আরআইএম

Exit mobile version