Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া দক্ষিণ কোরিয়ার

প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া করলো দক্ষিণ কোরিয়া। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর শহর পোহাং-এ শুরু হয় এই মহড়া। খবর কোরিয়া টাইমসের।

এতে অংশ নেয় দুদেশের নৌবাহিনী ও ম্যারিন কর্পসের সদস্যরা। শক্তিমত্তা প্রদর্শন করে ৪০টিরও বেশি জাহাজসহ বেশ কয়েকটি আকাশযান। দেখা মেলে যুক্তরাষ্ট্রের বিশেষ অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপ ও বড় পণ্যবাহী নৌযানের।

এছাড়াও, সক্ষমতা যাচাই করা হয় জল, স্থল ও আকাশপথের। দুই মিত্রশক্তি, সিউল-ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ সক্ষমতা বাড়ানোই মহড়াটির উদ্দেশ্য। আগামী শনিবার পর্যন্ত চলবে বিশেষ এই মহড়া।

/এএম

Exit mobile version