Site icon Jamuna Television

অবশেষে আর জি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার

টানা ১৬ দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হলো আর জি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে সিবিআই।

সিজিও কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয় তাকে। ভারতের কলকাতায় আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পরই বারবার সামনে আসছিলো সন্দীপ ঘোষের নাম। ওই সময়ই তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন হাসপাতালের সাবেক সহকারী সুপার।

আর জি কর কাণ্ডসহ দুর্নীতির অভিযোগে গত মাসেই আটক হন সন্দীপ ঘোষ। এর আগে, অভিযুক্ত সন্দীপের বাড়ি ও হাসপাতালের প্রশাসনিক ভবনে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে রাতের ডিউটি করার সময় ধর্ষণের পর খুন হন এক নারী চিকিৎসক। এই ঘটনার পর অভিযোগের আঙুল ওঠে তৎকালীন হাসপাতালটির অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের দিকে।

/এএম

Exit mobile version