Site icon Jamuna Television

রাশিয়ার হামলায় বিধ্বস্ত হলো ইউক্রেনের মসজিদ

ইউক্রেনে রাশিয়ার হামলায় বিধ্বস্ত হলো ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানী কিয়েভে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। আর তাতেই বিধ্বস্ত হয় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদটি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে প্রায় অর্ধশতাধিক ড্রোন ও মিসাইল। হামলায় বিভিন্ন ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়।

তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও। আগেই সতর্কতা সাইরেন শুনে বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলো বলে জানিয়েছে ইউক্রেনের একাধিক গণমাধ্যম।

/এএম

Exit mobile version