Site icon Jamuna Television

অবসরের ঘোষণা দিলেন লুইস সুয়ারেজ

ফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন উরুগুইয়ান তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শনিবার প্যারাগুয়ের সাথে নিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন এই স্ট্রাইকার।

২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত ১৪২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছে দেশের হয়ে সর্বাধিক ৬৯টি। কিন্তু সেই সুয়ারেজ তুলে রাখবেন নিজের বুট জোড়া।

শনিবারের পর আর উরুগুয়ের জার্সি গায়ে মাঠে নামবেন না এই স্ট্রাইকার। সেদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সুয়ারেজ ও তার দল। জাতীয় দল থেকে অবসর নিলেও ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন এই স্ট্রাইকার।

/এনকে

Exit mobile version