Site icon Jamuna Television

রাজস্থানে ভারতীয় ‘মিগ-২৯’ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের বারমেরের কাছে একটি ‘মিগ-২৯’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন বিমানের পাইলট। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানবাহিনী জানায়, ফাইটার জেটটি উড্ডয়নের পর এতে যান্ত্রিক ত্রটি দেখা দেয়। বাধ্য হয়ে যুদ্ধবিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যান পাইলট।

বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র মীনা পিটিআইকে বলেছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে বিমানটি বারমেরে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি একটি জনবহুল এলাকা থেকে দূরে ঘটেছে। দুর্গম ভূখণ্ডের কারণে দমকল বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। দুর্ঘটনার কারণ বিস্তারিতভাবে জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

/এআই

Exit mobile version