Site icon Jamuna Television

ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

রাজধানীতে ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কে বেড়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

ভোরবেলা থেকে ভারী বৃষ্টি হওয়ায় রাজধানীর মিরপুর ১০, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭-সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এতে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

জলাবদ্ধতার কারণে অনেক স্থানে সড়কে বিকল হয়ে যায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহন। এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারাদেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল।

/এনকে

Exit mobile version