Site icon Jamuna Television

সিরিজ জয় ৬৩ রান দূরে, লাঞ্চে বাংলাদেশ

প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়ের পথেই আছে বাংলাদেশ। সিরিজ জিততে বাংলাদেশ প্রয়োজন আর মাত্র ৬৩ রান। হাতে আছে ৮ উইকেট। দ্বিতীয় টেস্টের শেষ দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ রান তুলেছে ৮০।

৩৩ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল অপরাজিত আছেন ২০ রানে। আউট হয়েছেন দুই ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম। দুজনে অবশ্য বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন। গড়েছেন ৫৮ রানের জুটি। ৪০ রান করেছেন জাকির, ২৪ রান করেছেন সাদমান।

পাকিস্তান পেসাররা উইকেট থেকে সুবিধা নিতে পারেননি। আবরার নয়, টার্ন দেখা গেছে পার্ট টাইম স্পিনার সালমান আগার বলে। পাকিস্তানের পক্ষে খুররম শাহজাদ ও মীর হামজা নিয়েছেন উইকেট দু’টি।

/এনকে

Exit mobile version