Site icon Jamuna Television

দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে ইসি: মির্জা ফখরুল

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনে সেনা মোতায়েন, ইভিএম ব্যবহার না করা ও মামলা-গ্রেফতার বন্ধসহ বিভিন্ন দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে কমিশন। তবে ভোট কেন্দ্রের ভেতর থেকে গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের অনুমতি দিতে চায় না বলে জানান তিনি।

আজ ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এসময় তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি করেছি আমরা। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি দাবিও করা হয়েছে। এ দাবিগুলোও নির্বাচন কমিশন বিবেচনা করবে বলে অামাদের জানিয়েছে।

Exit mobile version