Site icon Jamuna Television

আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে হাতাহাতিতে জড়ালো বিএনপি নেতারা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আদাবরে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার ও আহত সদস্যদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করে মহানগর উত্তর বিএনপি। আজ বিকেল ৩টায় মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শুরু হয় অনুষ্ঠান। মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এসে জড়ো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব। অনুষ্ঠানের একপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। ধাক্কাধাক্কি থামাতে না পেরে একপর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে আয়োজকরা।

/এএম

Exit mobile version