Site icon Jamuna Television

সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবি, মহাসমাবেশের হুঁশিয়ারি

শর্ত সাপেক্ষে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি ৭ সেপ্টেম্বরের মধ্যে আদায় না হলে শাহবাগে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এমন ঘোষণা দেন তারা।

সেমিনারে বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) করার বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূর করা আবশ্যক।

তারা আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবনীতিতে ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত অনুসরণ করা হলেও বর্তমানে উচ্চ শিক্ষিত চাকরিপ্রত্যাশীদের ৩০ বছরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

সেমিনারে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক লায়ন নুরুজ্জামান, টার্নিং পয়েন্টের পরিচালক শাহিনুজ্জামান শাকিলসহ প্রমুখ।

/এএম

Exit mobile version