Site icon Jamuna Television

পাবনা মেডিকেল কলেজের শিক্ষক সমিতি গঠন

পাবনা করেসপনডেন্ট:

পাবনা মেডিকেল কলেজের শিক্ষক সমিতি গঠিত হয়েছে। আজ (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে কলেজের সম্মেলন কক্ষে শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

কলেজর অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার আবু মোহাম্মদ শফিকুল হাসানের সভাপতিত্বে সভায় ডা. আখতারুল আলম আজাদকে সভাপতি, ডা. সিরাজুল ইসলাম শুভকে সাধারন সম্পাদক এবং ডা. খো: মেহেদী ইবনে মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এ সময়, সভায় আরও উপস্থিত ছিলেন, সার্জারী বিভাগের প্রধান ডা. গৌতম কুমার ঘোষ, নাক,কাল,গলা বিভাগের প্রধান প্রফেসর ডা. আহমেদ তাউস, শিশু বিভাগের প্রধান পরিমল কুমার, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামিয়া নাজসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

/এমএইচ

Exit mobile version