Site icon Jamuna Television

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি রাসেল গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র‍্যাব।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া, সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় অন্যতম আসামি তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ ইফতেখার হাসান বলেন, রাতে রাসেলকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র‍্যাব। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তবে, র‍্যাব কোথা থেকে তাকে গ্রেফতার করেছে সে বিষয়ে কিছু জানিনা।

/আরএইচ

Exit mobile version