Site icon Jamuna Television

বিতর্কিত প্রভোস্ট নিয়োগের খবরে ঢাবি ভিসির বাসবভনের সামনে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের প্রভোস্ট হিসেবে দেবাশীষ পালকে নিয়োগ দেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির বাসবভনের সামনে প্রতিবাদ জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, দেবাশীষ পালের রাজনৈতিক সংশ্লিষ্টটা আছে এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত। নতুন প্রভোস্ট হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

কিছুক্ষণ পর বাসভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য নিয়াজ আহমদ খান। এসময় শিক্ষার্থীদের সকল দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, আলোচনার ভিত্তিতেই হলের প্রভোস্ট নিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে। এই বৈঠক হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ হলের প্রভোস্ট নিয়োগের বিষয়টি স্থগিত রাখা হবে বলেও জানান উপাচার্য।

/এমএইচ

Exit mobile version