Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ওয়ান ব্যাংকের ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বন্যাদুর্গত এলাকার ১২টি আশ্রয়কেন্দ্রে ওয়ান ব্যাংকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ব্যাংটির জেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রায় ৪৫০০ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এ সময় চন্দ্রগঞ্জ থানার বেশকয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। পাশাপাশি বানভাসীদের সার্বিক অবস্থার খোঁজ-খবরও নেন তারা।

ব্যাংটির কর্মকর্তারা বলেন, পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বন্যা পরবর্তী সময়েও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এতে ব্যাংটির হেড অব এস্টাবলিশমেন্ট কাজী মোহাম্মদ ফোরকান, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাখায়াত হায়াত খানসহ বিভিন্ন শাখার ম্যানেজার এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ

Exit mobile version