Site icon Jamuna Television

তুরস্কে গ্রেফতার অভিযুক্ত মোসাদের আর্থিক অপারেটর

তুরস্কে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) গ্রেফতার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে।

অভিযোগ রয়েছে, রেক্সহেপি তুরস্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন। মোসাদের নির্দেশে তিনি ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছিলেন।

তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল হস্তান্তর এবং সিরিয়া থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন ইসরায়েলের অভিযুক্ত এই এজেন্ট।

রেক্সহেপিকে অনেক দিন থেকেই সন্দেহের তালিকায় রেখেছিলেন তুরস্কের গোয়েন্দারা। তারা রেক্সহেপিকের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনসহ তার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রেখেছিলেন।

/এআই

Exit mobile version