Site icon Jamuna Television

ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধান বিচারপতির অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এই অভিনন্দন জানান তিনি।

সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হলে সিনিয়র আইনজীবী মহসীন রশিদ বলেন, ‘মাই লর্ড। শুরুতে একটা খুশির খবর। আমাদের ক্রিকেট দল গতকাল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।’

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন। এরপর শুনানির কার্যক্রম শুরু করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৬ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।

/এএস

Exit mobile version