Site icon Jamuna Television

হকির নিবেদিত প্রাণ ‘ওস্তাদ ফজলু’ আর নেই

পুরো নাম হাজি মো. ফজলুল ইসলাম। তবে এই নামে তাকে কয়জনই বা চেনেন। বরং সবাই তাকে চেনেন ‘ওস্তাদ ফজলু’ নামে। বাংলাদেশের হকিতে যার পরিচিতি এক নামে। হকির নিবেদিত প্রাণ ফজলুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

কখনো জাতীয় কিংবা জুনিয়র দলে কোচিং না করালেও তৃণমূলে হকি’কে জনপ্রিয় করতে কাজ করেছেন ওস্তাদ ফজলু। তার হাত ধরেই উঠে এসেছেন জিমি-হাবুল’দের মত অসংখ্য তারকা খেলোয়াড়।

আরমানীটোলা সরকারী স্কুল মাঠে চালাতেন নিজের হকি কার্যক্রম। তার প্রচেষ্টায় ছাত্রদের ভালোভাবে অনুশীলনের জন্য সেই মাঠে বসানো হয় মওলানা ভাসানী স্টেডিয়ামের পুরনো টার্ফ। নিজে জাতীয় দলে না খেললেও দেশের শীর্ষ পর্যায়ের লিগে প্রতিনিধিত্ব করেন সাধারণ বিমা ও ওয়ান্ডারার্সের হয়ে।

খেলোয়াড়ী জীবন শেষে কোচিং করানোকেই বেছে নেন পেশা হিসেবে। স্ত্রী ও একমাত্র মেয়ে নাদিয়া ইসলামকে রেখে গেছেন ফজলুল।ষাটোর্ধ্ব ওস্তাদ ফজলুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্রীড়াঙ্গনে।

/আরআইএম

Exit mobile version