Site icon Jamuna Television

ওভাল টেস্টে অভিষেক হচ্ছে হালের

দ্য ওভালে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। ইতোমধ্যে শেষ টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা। লর্ডসে অনুষ্ঠিত সবশেষ টেস্টের একাদ থেকে একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। পেসার ম্যাথু পটসের জায়গায় এসেছেন হাল।

২০ বছর বয়সী হাল শুরুতে স্কোয়াডেই ছিলেন না। প্রথম টেস্টে গতিময় পেসার মার্ক উড চোট পেয়ে ছিটকে গেলে বদলি হিসেবে ডাক পান তিনি। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে হালের শিকার ১৬ উইকেট। গত মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি নেন ৫ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের দলেও আছেন হাল। ওভাল টেস্টের একাদশে জায়গা পাওয়ায় আগামী বুধবার প্রথম টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা কম।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন, জশ হাল ও শোয়েব বাশির।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে তারা।

/এমএইচআর

Exit mobile version