Site icon Jamuna Television

ডিসেম্বরের পর সুষ্ঠু ভোট অসম্ভব: এইচ টি ইমাম

ডিসেম্বরের পরে সুষ্ঠু ভোট অসম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইমাম। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের এইচ টি ইমাম বলেন, এক দিকে সুষ্ঠু ভোট চাইবেন আরেকদিকে সহিংসতা করবেন এটা হতে পারে না। ৩০ ডিসেম্বর বিদেশী পর্যবেক্ষকরা আসতে পারবে না বলে বিএনপির যে শঙ্কা তা ভুল। কেননা ২০০৮ সালে ২৯ ডিসেম্বর নির্বাচন হয়েছিলো তখন বিদেশী পর্যবেক্ষক ঠিকই এসেছিলেন বলে মন্তব্য করেন এইচটি ইমাম। বাংলাদেশ একটি স্বাধীন দেশ অন্য দেশের ওপর নির্ভর করে নির্বাচনের তারিখ ঠিক করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version