Site icon Jamuna Television

৯৬ মামলায় জামিন, ছাড়া পেলেন রিজেন্টের সাহেদ

দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনাসহ ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা ৯৬টি মামলাতেই জামিন পেয়েছেন সাহেদ।

অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করলে চলতি বছরের ১১ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান তিনি। তবে আরও মামলা থাকায় জেল থেকে বের হতে পারেননি সাহেদ। অবশেষে বুধবার জামিনের এই আদেশ কেন্দ্রীয় কারাগারে আসে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। এর আগে, রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্টসহ নানা অনিয়ম ধরা পড়ার কথা জানানো হয়।

/এএম

Exit mobile version