Site icon Jamuna Television

কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় আহত কিশোরের মৃত্যু

কক্সবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই মৃত্যু নিয়ে হাসপাতালে দেখা দেয় উত্তেজনা। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর সুকান্ত।

সমিতিপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতো সুকান্ত। সুকান্তের মৃত্যুর খবর শুনে হাসপাতালে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। পরে সেখানে উপস্থিত পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল ও তার স্ত্রীর সঙ্গে স্থানীয়রা বাকবিতণ্ডায় জড়ালে পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

পৌর কাউন্সিলর জানান, গত সোমবার (২ সেপ্টেম্বর) ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনার জের ধরে ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। দিনব্যাপী উপকূলীয় ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ৫০ জন।

/এএম

Exit mobile version