Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে মোমের আলোয় রাত দখল

আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করলো পশ্চিমবঙ্গের হাজারও মানুষ। কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রামে মোমের আলোয় রাত দখল হয়ে যায়। বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে মোমবাতি হাতে রাস্তায় রাস্তায় নামে মানুষের ঢল।

টর্চ, ফ্ল্যাশলাইট জ্বালিয়েও প্রতিবাদে অংশ নেন অনেকে। রাতে এক ঘণ্টার জন্য কলকাতার সব আলো নিভিয়ে ফেলার আহ্বান জানান আন্দোলনকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের আলো নিভিয়ে রাখা হয়। পরে মোমবাতি নিয়ে সড়কে অবস্থান নেয় ছাত্র-জনতা। দাবি জানায়, নারী চিকিৎসক ধর্ষণে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির। আন্দোলনে অংশ নেন ওই চিকিৎসকের পরিবার।

রাস্তাজুড়ে প্রতিবাদ আঁকা হয়। মোমের আলো হাতে নিয়ে অভিজিৎ সিং-এর গাওয়া ‘আর কবে’ গানে গলা মেলায় প্রতিবাদী জনগণ। মানববন্ধন করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবি জানায় উপস্থিত জনতা।

/এএম

Exit mobile version