Site icon Jamuna Television

শেরপুরে শহিদদের স্বরণে ‘শহীদী মার্চ’ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, শেরপুর:

গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্বরণে ছাত্র-জনতার শহীদী মার্চ পালিত হয়েছে শেরপুরে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে শেরপুর বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়। 

মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা স্লোগানে বলেন ‘শহীদের স্বরণে, ভয় করিনা মরনে’, ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’।  

শহীদী মার্চে উপস্থিত ছিলেন শেরপুর শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ,  ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী  রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ-কর্মী তাহমিনা জলি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য মো: জিতু, তৌহিদুর রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান, মনি আক্তার প্রমুখ।

/এমএইচ

Exit mobile version