Site icon Jamuna Television

আওয়ামী লীগের দুইশ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কৃষক লীগের এক কেন্দ্রীয় নেতাসহ আওয়ামী লীগের দুইশ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। আজ বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের গাড়িতে যারা অাগুন দিয়েছে তারা ছাত্রলীগের কর্মী। তারা পরিকল্পিতভাবে হেলমেট পরে নাশকতা চালিয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতিসহ গাইবান্ধা জেলার সাঘাটা ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের দুই শতাধিক নেতাকর্মীই উপস্থিত ছিলেন।

Exit mobile version