Site icon Jamuna Television

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩টি মামলা

নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ-হামলার ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করেছে পুলিশ। এই তিন মামলা দায়ের করা হয়েছে পল্টন থানায়।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসব মামলা হয়। মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকে আসামি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এসব মামলায় অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলার মধ্যেই বিএনপি কার্যালয়ের সামনে বুধবার দুপুরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশের দাবি, বিএনপি নেতা-কর্মীরা বিনা উসকানিতে তাদের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

Exit mobile version