Site icon Jamuna Television

১০ রানে অলআউট, টি-টোয়েন্টিতে আবারও সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ১০ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের যৌথ বিশ্বরেকর্ডে নাম লেখালো উত্তর এশিয়ার দেশ মঙ্গোলিয়া। ১১ রানের লক্ষ্যে সেই ম্যাচ জিততে প্রতিপক্ষ সিঙ্গাপুরের লেগেছে মাত্র পাঁচ বল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই ঘটনা ঘটেছে।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মাত্র এক বার। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিরুদ্ধে ১০ রানে শেষ হয়ে গিয়েছিল আইল অফ ম্যান। স্পেন সেই রান তুলে দিয়েছিল দুই বলেই। অর্থাৎ জিতেছিল ১১৮ বল বাকি থাকতে। টি-টোয়েন্টি ক্রিকেটে বলের বিচারে বৃহত্তম জয় অবশ্য সেটিই। সিঙ্গাপুরের জয় থাকবে তালিকার দ্বিতীয় স্থানে। তারা জিতেছে ১১৫ বল বাকি থাকতে।

মঙ্গোলিয়ার ইনিংস স্থায়ী হয়েছে ১০ ওভার। সিঙ্গাপুরের বোলার হর্ষ ভরদ্বাজের সামনে মঙ্গোলিয়ার দাঁড়াতেই পারেননি কেউ। ৪ ওভার বল করে ৩ রানের খরচায় তিনি উইকেট তুলে নিয়েছেন ৬টি। রয়েছে দুটি মেডেন ওভারও।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে সিঙ্গাপুরের ওপেনার মনপ্রীত সিং আউট হয়ে যান ইনিংসের প্রথম বলেই। শেষ পর্যন্ত উইলিয়াম সিম্পসন (৬) এবং রাউল শর্মা (৭) দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিকে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে কম রানের চারটি ইনিংসের ৩টিই মঙ্গোলিয়ার। এ বছরই জাপানের বিপক্ষে ১২ রান আর হংকংয়ের বিপক্ষে ১৭ রানে অল-আউট হয়েছিল দলটি। অবশ্য, নারী টি-টোয়েন্টিতে ৬ রানে অলআউট হবার ঘটনা আছে দুটি দলের। মালদ্বীপ ও মালি ২০১৯ সালে দু’দলই রুয়ান্ডার বিপক্ষে অলআউট হয়েছিলো এই রানে।

/এমএইচআর

Exit mobile version