Site icon Jamuna Television

কর ফাঁকির মামলায় দোষ স্বীকার বাইডেনপুত্রের

আদলতে কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলসের ফেডারেল আদালতে হান্টারের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর ঠিক আগ মুহুর্তে দায় স্বীকার করেন তিনি।

এসময় বিচারক মার্ক স্কারসি তাকে সতর্ক করেন, কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ ১৭ বছর এবং জরিমানা দিতে হতে পারে ৪ লাখ ৫০ হাজার ডলার।

এর আগে, গত জুনে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাইডেনপুত্র। এসব মামলায় সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হান্টারের। যেকোনো অপরাধীকে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের রয়েছে। তবে ছেলেকে বাঁচাতে সে ক্ষমতা প্রয়োগ করবেন না বলে আগেই জানিয়েছেন তিনি।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ– ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর দেননি তিনি। এতোদিন অস্বীকার করলেও মূলত কারাদণ্ড এড়াতেই এখন সব দায় স্বীকার করে নিলেন হান্টার।

/এএম

Exit mobile version