Site icon Jamuna Television

কমলার হাসিতে মজেছেন পুতিন

ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হাসিতে মজেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্ট ইকোনোমিক ফোরামের সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়ে প্রশ্ন করা হয় পুতিনকে। এসময় রুশ প্রেসিডেন্ট জানান, তিনি সমর্থন করবেন কমলাকে। কারণ হিসেবে তিনি বলেন, ডেমোক্রেট প্রার্থীর হাসির ভক্ত তিনি। হ্যারিসের হাসিকে প্রাণোচ্ছল বলেও মন্তব্য করেন পুতিন। তার এ বক্তব্যের পরই হাস্যরসে মেতে ওঠেন উপস্থিত সবাই।

কমলা হ্যারিস সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়ে পুতিন বলেন, তিনি অত্যন্ত খোলা মনের এবং এমনভাবে ‘সংক্রামক’ হাসি উপহার দেন যে, এর অর্থ তার সবকিছুই ঠিক আছে।

/এএম

Exit mobile version