Site icon Jamuna Television

এক ঘণ্টাও নির্বাচন পেছানোর পক্ষে নয় আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগ আর এক ঘণ্টাও নির্বাচন পেছানোর পক্ষে নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবেই, কেউ তা বানচাল করতে পারবে না।

আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

মনোনয়ন ফরম নিতে এসে তান্ডব চালানো নির্বাচন বানচালের ষড়যন্ত্র উল্লেখ করেন তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতায় উস্কানি দিচ্ছে। নয়াপল্টনের ঘটনা পূর্বপরিকল্পিত। এসব নির্বাচনী পরিবেশ নষ্ট করার অশুভ তৎপরতা।

দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, নির্বাচনে বিজয়ী হতে জোট বা দলগত নয়, বরং যে প্রার্থীর ওপর জনগণের আস্থা আর সমর্থন বেশি, তাকেই মনোনয়ন দেয়া হবে।

Exit mobile version